আওয়ার ইসলাম: ভারতের আকাশসীমায় পাকিস্তানের যুদ্ধবিমান এফ১৬ প্রবেশের খবর পাওয়া গেছে। নিজেদের আকাশসীমায় পাকিস্তানি যুদ্ধবিমান দেখতে পেয়েই সেটাকে লক্ষ্য করে গুলি করা হয় বলে দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী।
বুধবার সকালে কাশ্মীরের রাজৌরির নৌশেরা সেক্টরে এ ঘটনা ঘটেছে বলে ওয়ান ইন্ডিয়া ও পিটিআইয়ের খবরে বলা হয়েছে।
সূত্রের খবর, এ ঘটনার পর উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় বাণিজ্যিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় বিমানবাহিনী। একইসঙ্গে জারি হয়েছে রেড অ্যালার্টও। ধারণা করা হচ্ছে, ভারতের এয়ার স্ট্রাইকের জবাবের পরিকল্পনা করছে পাকিস্তান।
কেপি