কৌশিক পানাহি: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কাশ্মিরের পাকিস্তান অংশে হামলা চালিয়েছে ভারত। এর পাল্টা জবাব দেওয়া হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল আসিফ গফুর সংবাদ সম্মেলনে বলছেন, ‘ইসলামাবাদ এর জবাব দেবেই; এমন জবাব, যা ভারতকে স্তম্ভিত করে দেবে।’
তার কথায়, ‘হতবাক হওয়ার জন্য অপেক্ষা করুন। শিগগিরই জবাব দেবো। এবার আমাদের পালা। সারপ্রাইজের জন্য তৈরি থাকুন। অন্যভাবে উত্তর পাবেন।’
সেনাবাহিনী ও পাকিস্তানি সরকার একসঙ্গে যা ঠিক করবে, সেই মতোই ভারতকে উত্তর দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। মেজর জেনারেল আসিফ গফুরের কথায়, ‘ইতোমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সেনারা তৈরি হয়ে গেছে।’
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের হামলার প্রসঙ্গে জেনারেল গফুরের বক্তব্য, ‘নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ৪-৫ নটিক্যাল মাইল ঢুকেছিল ভারতীয় সেনা। ভারত যুদ্ধের পথ বেছে নিলো। তোমরা আমাদের মনোযোগী করতে চেয়েছিলে, আমরা হয়েছি। এবার দেখো।’