আওয়ার ইসলাম: পাকিস্তান বিমান সেনাদের হাতে আটক উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরাতে নিজ বাসভবনে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাক-ভারত উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার বৈঠকে বসেন মোদী। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, এখানে অভিনন্দন বর্তমান ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে। সূত্র– নিউজ এইট্টিন ও বিজনেস স্ট্যান্ডার্ড।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় শিকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়, ভেতরে সেই জইশ-ই মুহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে।
একদিন পরই বুধবার ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। বিমানে থাকা ভারতীয় পাইলটকে আটক করে তার ভিডিও প্রকাশ করে তারা। ভিডিও প্রকাশের আগ পর্যন্ত ভারত তাদের একজন পাইলট নিখোঁজ থাকার কথা স্বীকার করলেও পাকিস্তানি বাহিনীর হাতে তার আটক হওয়ার তথ্য অস্বীকার করে আসছিল। তবে এ সংক্রান্ত ভিডিও প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। পরবর্তীতে বিবৃতি দিয়ে ওই পাইলট আটক থাকার স্বীকারোক্তি দেওয়া হয়।
কেপি