মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


তোপের মুখে পাকিস্তানের মাসুদ আজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে পুলওয়ামা হামলার পর থেকে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে পাকিস্তানভিত্তিক সংগঠন জইশই মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার। তাকে জঙ্গি তালিকাভুক্ত করতে ভারতের রাষ্ট্রসঙ্ঘের কাছে জোর দাবি জানিয়েছে বৃটেন, আমেরিকা ও ফ্রান্স।

রাষ্ট্রসঙ্ঘে প্রস্তাবে জইশ প্রধানকে কালো তালিকাভূক্ত করার পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের প্রস্তাবও দেওয়া হয়েছে৷ তবে চীন সরকার এ প্রস্তাবের বিরোধীতা করেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতি হামলার পর জইশ-ই মুহাম্মদ সেই হামলার দায় স্বীকার করেছিল। পরে ওই সংগঠনকে গুঁড়িয়ে দিতে জঙ্গি আস্তানায় ভারতের পাল্টা হামলা করে। পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ফের হামলা করে।

কাশ্মীরের আকাশে জঙ্গি বিমানের লড়াইয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। বর্তমানে এই চিরবৈরী দুই দেশ পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়েছে।

এদিকে, হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে ভারত ও পাকিস্তান-উভয় পক্ষকেই যুদ্ধ আবহ থেকে বেরিয়ে আলোচনার টেবিলে বসার আর্জি জানানো হয়েছে৷ বিবৃতিতে বলা হয়েছে, 'ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনা নিয়ে গভীর চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র৷ আমরা উভয় পক্ষকেই বলছি, এই টেনশন কমানোর জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক৷

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ