মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


মাসুদ আজহারকে ‘কালো তালিকাভুক্তে’র আবেদন জাতিসংঘে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: জাইশ-ই-মুহাম্মদ প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন করেছে আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স। গতকাল বুধবার এই তিন দেশের পক্ষ থেকে আবেদনটি করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স-এর খবর বলছে, গত ১৪ ফেব্রুয়ারি জম্বু-কাশ্মিরের পুলওয়ামায় হামলা হয়। এদিনই দায় স্বীকার করে জাইশ-ই-মুহাম্মদ। এরপরই বিভিন্ন মহল থেকে জাইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার দাবি ওঠে।

সূত্রের খবরে প্রকাশ, আমেরিকা, ফ্রান্স ও ইংল্যান্ডের ওই আবেদনে বিরোধিতা করতে পারে চীন। কারণ ২০১৬ ও ২০১৭ সালে যখন নিরাপত্তা পরিষদের ইসলামিক স্টেট ও আল কায়দা স্যাংশন কমিটি এই একই দাবি করেছিল, তখন এর বিরোধিতা করে চীন। তবে চীনের ইউএন মিশন এই আবেদনের প্রেক্ষিতে এখনও কোনও মন্তব্য করেনি।

২০০২ সালে জাইশ-ই-মুহাম্মদকে জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত করে জাতিসংঘ। দীর্ঘদিন ধরে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার দাবি তুলছে ভারত। কিন্তু চীনের বাধায় কোনোবারই সেই চেষ্টা সফল হয়নি। পুলওয়ামা হামলার পর নিরাপত্তা পরিষদের বিবৃতিতে হামলার সমালোচনা করলেও মাসুদ আজহারকে জাতিসংঘে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়ার বিরোধিতা করে তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ