শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসরায়েলি সেনাবাহিনী মজা করে বেসামরিক মানুষ হত্যা করছে ছাত্র জমিয়ত বাংলাদেশে কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত  মজলিসে আমেলার বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম ‘ড. ইউনূসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র-জনতা’ আলাপ-আলোচনার মাধ্যমে অর্থবহ সমাধান আসবে: জামায়াত আমির নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতা লন্ডনে শেখ হাসিনা সংশ্লিষ্টদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ প্রধান উপদেষ্টার যেসব চাপে থাকার কথা জানালো নিউইয়র্ক টাইমস হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০ ইসলাম গ্রহণের পর জবি শিক্ষার্থীর হৃদয়ছোঁয়া আহ্বান – "একবার কুরআন পড়ুন"

ফণীর আঘাতে তছনছ যেসব এলাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ফণীর দাপটে তছনছ হতে পারে কলকাতা! এখন সেখানে বৃষ্টি ও প্রবল বেগে বাতাস বইছে।

শুক্রবার সকালে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী।

শুক্রবার সকালে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী।

ভূ-ভাগে প্রবেশ করার পর ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে ফণী।

ভূ-ভাগে প্রবেশ করার পর ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে ফণী।

স্থলভাগে প্রবেশের পর প্রবল শক্তিশালী থেকে বর্তমানে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ফণী।

স্থলভাগে প্রবেশের পর প্রবল শক্তিশালী থেকে বর্তমানে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ফণী।

সময়ের সঙ্গে খানিকটা শক্তি কমলেও, ফণীর তাণ্ডবে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সময়ের সঙ্গে খানিকটা শক্তি কমলেও, ফণীর তাণ্ডবে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ফণীর দাপটে আজ রাতে কলকাতা ও লাগোয়া জেলাগুলোতে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত যত বাড়বে, তত বাড়বে ঝড়ের দাপট।

ফণীর দাপটে আজ রাতে কলকাতা ও লাগোয়া জেলাগুলোতে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত যত বাড়বে, তত বাড়বে ঝড়ের দাপট।

ভারতের আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের উপর দিয়ে যাবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। যার জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।

ভারতের আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের উপর দিয়ে যাবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। যার জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল ৭টা নাগাদ কলকাতার সবচেয়ে কাছে থাকবে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি। যার ফলে ভোর ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত কলকাতায় প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল ৭টা নাগাদ কলকাতার সবচেয়ে কাছে থাকবে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি। যার ফলে ভোর ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত কলকাতায় প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে।
অতি শক্তিশালী থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে কলকাতায় ঢুকবে ফণী। ঝড়ের গতিবেগ হতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে সর্বোচ্চ ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
অতি শক্তিশালী থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে কলকাতায় ঢুকবে ফণী। ঝড়ের গতিবেগ হতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে সর্বোচ্চ ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
পূর্বাভাস বলছে, প্রায় ৫ ঘণ্টা কলকাতা সহ জেলাগুলোতে তাণ্ডব চালাতে পারে ফণী। তারপর সেটি বাংলাদেশের দিকে সরে যাবে।

পূর্বাভাস বলছে, প্রায় ৫ ঘণ্টা কলকাতা সহ জেলাগুলোতে তাণ্ডব চালাতে পারে ফণী। তারপর সেটি বাংলাদেশের দিকে সরে যাবে। আগামীকাল সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতির উন্নতি হবে। রোববার সব দুর্যোগ কেটে যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ