শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন `মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করুন: বাংলাদেশ খেলাফত মজলিস

খুৎবার মিম্বারে বসে জুমআর পূর্বের বয়ান নয়-দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী : জুমআর দিন জুমআর খুৎবার পূর্বে বয়ান করা যায়েজ। তবে সে বয়ানটি খুৎবার মিম্বারে না করে আলাদা চেয়ারে করা উত্তম। জানালেন দারুল উলুম দেওবন্দ।

গত রবিবার (১৯ মে) ‘জুমআর পূর্বে মিম্বারে বসে বয়ান করা কেমন ও এর সুন্নাত তরিকা কি?’ এমন এক প্রশ্নের জবাবে দারুল উলুম দেওবন্দ এ উত্তর প্রদান করে।

দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত জবাবে বলা হয়, জুমআর দিন জুমআর খুৎবার পূর্বে বয়ান করা জায়েজ। সাহাবায়ে কেরাম রা. থেকে এমনটা প্রমাণিত আছে। বর্ণিত আছে, হজরত উমর রা. এর অনুমতি নিয়ে হজরত তামিম দারী রা. জুমআর পূর্বে বয়ান করতেন। মোল্লা আলী কারী রহ. এর ‘আল মাওজুআতুল কুবরা’ এর মুকাদ্দমায় (পৃষ্ঠা-২০, কুতুব খানায়ে নুর মোহাম্মদ করাচি থেকে প্রকাশিত) ইবনে আসাকির এর বরাত দিয়ে এমন বর্ণনা রয়েছে।

এমনিভাবে হযরত আবু হুরায়রা রা. এরও এমন আমল ছিলো। (ফতওয়ায়ে মাহমুদিয়া, খণ্ড-৮, পৃষ্ঠা-২৫৬, প্রশ্ন নাম্বার ৩৭৯৩, ইদারায়ে সিদ্দিক ডাবেল থেকে প্রকাশিত)

তবে এ বয়ান খুৎবার পাঁচ-দশ মিনিট পূর্বে শেষ করে দেয়া উত্তম। যাতে বয়ান চলাকালীন যারা আসবেন তারা বয়ানে শরিক হয়ে যেতে পারেন। এরপর খুৎবার পূর্বে কাবলাল জুমআ বা জুমআর পূর্বের সুন্নাত আদায় করে নিতে পারেন।

জবাবের সর্বশেষ বলা হয়, এ ওয়াজ যেহেতু জুমআর খুৎবা থেকে আলাদা। তাই উত্তম হলো এ ওয়াজ বা বয়ান মিম্বার থেকে সরে আলাদা চেয়ারে বসে বা দাঁড়িয়ে করা। যাতে খুৎবার গুরুত্ত্ব কমে না যায়। (এমদাদুল ফতওয়া, খণ্ড-১, পৃষ্ঠা-৬৪৯, মাকতাবায়ে আশরাফ দেওবন্দ থেকে প্রকাশিত)

দেওবন্দের ফতোয়ার লিঙ্ক : http://www.darulifta-deoband.com/home/ur/Jumuah--Eid-Prayers/170298

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ