মঙ্গলবার, ২০ মে ২০২৫ ।। ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২২ জিলকদ ১৪৪৬


ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র শরীফুল বাঁচতে চায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালেদ বিন মোস্তফা: ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র শরীফুল বাঁচতে চায়! সে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার উইমেন’স এ্যান্ড চিলড্রেন’স জেনারেল হসপিটালে ভর্তি রয়েছে। ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ব্যয়ে ইতোমধ্যে একটি অপারেশন সম্পন্ন হয়েছে।

উইমেন’স এ্যান্ড চিলড্রেন’স জেনারেল হসপিটালের দায়িত্বশীল ডাক্তার বলেছেন, বর্তমানে শরীফুলকে বাচাঁতে হলে দ্রুত লান্সের টিউমার অপারেশন করাতে হবে। যার জন্য অনেক টাকা প্রয়োজন। যার যোগাড় করা দিনমজুর পিতার পক্ষে অসম্ভব।

শরিফুল ইসলাম (১৪) এর বাড়ী ফরিদপুর সদর থানাধীন কানাইপুর ইউনিয়নের জটারকান্দী গ্রামে। তার পিতার নাম আ. হান্নান মোল্লা। শরীফুল নবম শ্রেণীর মেধাবী ছাত্র।

শরীফুলকে বাঁচাতে শরীফুলের পিতা সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন। সকলের দোয়া আর সহযোগিতায় বেঁচে যাবে মেধাবী ছাত্র শরীফুলের জীবন ইনশাআল্লাহ।

সাহায্য পাঠানোর ঠিকানা:

পিতা আ. হান্নান মোল্লা
০১৭৭১৯৮২২৫২ (বিকাশ পার্সোনাল)

ব্যাংক একাউন্ট নাম্বার:
মোঃ লাবলু মোল্লা (চাচা)
সোনালী ব্যাংক লিমিটেড
কানাইপুর শাখা
একাউন্ট নাম্বার-২০১৮০০১০২৭১০৪

এসডব্লিউ/


সম্পর্কিত খবর