মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


দীর্ঘদিন ক্ষমতায় থাকার কুপ্রভাব রোধেই এ দুর্নীতিবিরোধী অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি ঠেকানো এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার কুপ্রভাব রোধেই দুর্নীতিবিরোধী অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কে স্থানীয় সময় রোববার বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চিঠি দেয়া হয়েছে।

নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নানা ইস্যুতে কথা বলেন তিনি।

অধিবেশনে জলবায়ু পরিবর্তন, মানসম্মত শিক্ষা, রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান শেখ হাসিনা। এরপর সরাসরি প্রশ্নোত্তর পর্বে উঠে আসে নানা প্রসঙ্গ।

দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অবৈধভাবে কেউ কেউ টাকার পাহাড় গড়ে তুলেছে। এতে বৈষম্য দেখা দিচ্ছে সমাজে। তা দূর করা এবং উন্নয়ন প্রকল্পের সুফল নিশ্চিতেই চলমান দুর্নীতিবিরোধী অভিযান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, খেলার সরঞ্জামের নামে ক্যাসিনো সামগ্রী দেশে এসেছে, অথচ কেউ বিষয়টি জানতো না সেটা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি জানান অভিযানে অনেকেই অখুশি তবে জড়িতদের কেউ ছাড় পাবে না।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বিষয়ে বলেন, বঙ্গবন্ধুর খুনীকে ফেরাতে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেয়া হয়েছে। আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়েও।

শেখ হাসিনা বলেন, ঋণখেলাপী প্রবণতা কমাতে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার নির্দেশনা দেয়া হয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে দায় এড়ানোর চেষ্টা লজ্জাজনক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ