আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের আলোচিত বাবরি মসজিদ মামলার রায়কে সমানে রেখে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত অযোধ্যায় ১৪৪ ধারা জারি করেছে সেখানকার জেলা প্রশাসন।
গতকাল রোববার প্রদেশটির ফৈজাবাদ জেলা প্রশাসক অনুজ ঝা এ ঘোষণা দেন। তবে জরুরি এ অবস্থার জন্য সেখানে ঘুরতে আসা দর্শনার্থীদের যেনো কোন ধরনের সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, আগামী ২৭ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে অযোধ্যার বিতর্কিত ভূমিতে প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
ওইদিন সেখানে পাঁচ হাজার ১০০টি প্রদীপ প্রজ্জলন করা হবে। তবে এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। এতে দুই পক্ষের মধ্যে মতোবিরোধ দেখা দেয়।
গতকাল শনিবার বিশ্ব হিন্দু পরিষদ জানায়, দীপাবলি উপলক্ষে অযোধ্যার বিতর্কিত ভূমিতে প্রদীপ প্রজ্জলনের অনুমতি চেয়ে জেলা কমিশনার মনোজ মিশ্রের সঙ্গে দেখা করবেন তারা।
তবে ফৈজবাদ জেলা কমিশনার মনোজ মিশ্র জানান, সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছেন তার বাহিরে গিয়ে কোন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না।
বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতা প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় গত ৬ আগস্ট থেকে মামালার শুনানি ফের শুরু হয়। সোমবার থেকে চলছে মামলার শেষ পর্বের শুনানি।
আগামী ১৮ আক্টোবর এ মামলার রায় ঘোষণা হতে পারে ধারণা করা হচ্ছে। তাই যেকোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে এ সতর্কতা গ্রহণ করেছে জেলা প্রশাসন।
১৯৯২ সালে বিশ্ব হিন্দু পরিষদ ও বিভিন্ন হিন্দুত্ববাদী কর্মীরা উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ভেঙ্গে ফেলে।
যার ফলে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়। সে সময় এ দাঙ্গায় প্রায় দুই হাজার মানুষ মারা যায়।
-এটি