রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


‘হিন্দু নাম দিয়ে ভারতের ইতিহাস থেকে মুসলমানদের মুছে দিতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যরিস্টার আসাদুদ্দিন ওয়াইসি হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর প্রধান মোহন ভাগবতের এক মন্তব্যের প্রতিবাদ করে বলেন, হিন্দু নাম দিয়ে ভারতের ইতিহাস থেকে কেউ মুসলিমদের মুছে দিতে পারবে না।

ভারতের গণমাধ্যম ফিকরু খবরের বরাতে জানা যায়, ওয়াইসি আরএসএস এর প্রধান মোহন ভাগবতের এক মন্তব্যের প্রতিবাদ করে টুইটে এ কথাগুলো বলেছেন। আরএসএস প্রধান বলেন, ভারত হিন্দু নাগরিকদের দেশ।

ওয়াইসি তার বক্তব্যের প্রতিবাদ করে আরো বলেন, তারা কখনো ভারত থেকে আমাদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা, বিশ্বাসকে মিটিয়ে দিতে পারবে না। তিনি আরো বলেন, ভারত কখনই হিন্দু রাষ্ট্র ছিল না, আর হবেও না।

উল্লেখ্য, নাগপুরের রেশমি বাগে আরএসএস বিজয় দশমী উৎসবে দেয়া ভাষণে আরএসএস প্রধান বলেছিলেন ভারত একটি হিন্দু জাতি। এখানে হিন্দুদের বসবাস হবে এটাই স্বাভাবিক।

ফিকরু খবর অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ