রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ

সৌদি নেতারা এবার ইমরান খানের প্রশংসা করলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পর সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর সেখানেও প্রশংসিত হয়েছেন তিনি।

ইরান এবং সৌদি আরবের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে যে পদক্ষেপ নিয়েছেন সে কারণেই মূলত প্রশংসিত হলেন পাক প্রধানমন্ত্রী।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার একদিনের সফরে সৌদি আরব পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এ সময় তিনি সৌদি বাদশাহ সালমান এবং ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

সৌদির এই শীর্ষ দুই নেতা ইমরান খানের প্রশংসা করেছেন। ইরান এবং সৌদি আরবের মধ্যে উত্তেজনা কমাতে এবং স্থিতিশীলতা রক্ষায় পাক প্রধানমন্ত্রী যে শ্রম দিচ্ছেন তার জন্য প্রশংসা করেন সৌদি নেতারা। এর আগে ইরানও একই ইস্যুতে ইমরান খানের প্রশংসা করেছে।

পাকিস্তানের আরেক গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, সৌদির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সময় ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর আহ্বান জানান ইমরান খান। যদিও তার আহ্বানে সৌদি ক্ষমতাসীন যুবরাজ কী বলেছেন তা জানা যায়নি।

চলতি বছর এই নিয়ে তৃতীয়বারের মতো সৌদি আরব সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এর আগে সেপ্টেম্বর এবং মে মাসে রিয়াদ সফর করেন তিনি।

অন্য দিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর করেন সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

গত রবিবার ইরান সফরে যান পাক প্রধানমন্ত্রী। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সৌদির সঙ্গে উত্তেজনা কমাতে ইরানকে আহ্বান জানান তিনি। একই সঙ্গে তেহরান-রিয়াদ যেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে সেটিও বলেন।

এ সময় ইমরান খান বলেন, সৌদি আরব এবং ইরানের মধ্যে সংঘর্ষ চায় না পাকিস্তান। রিয়াদ এবং তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারায় আমি খুশি। আশা করছি সৌদি-ইরানের মধ্যকার চলমান উত্তেজনা কমে আসবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ