শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লার ১১টি আসনে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ‘ইসলামী আন্দোলন চলে গেলেও ভোটের মাঠে তেমন প্রভাব পড়বে না’ গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে ভারতের হাবাসপুর এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) ভোরে এলাকার ৬০নং মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ।

জানা যায়, নিহতের নাম আব্দুর রহিম (৫০), সে মহেশপুর উপজেলার বাউলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে অনানুষ্ঠানিক পতাকা বৈঠকে এ খবর জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, রোববার ভোর রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে নিহত আব্দুর রহিম ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ গুলি চালায়। এ সময় আবদুর রহিম নিহত হন।

তিনি জানান, অনানুষ্ঠানিক বৈঠকে আমরা নিহতর ছবি দেখে নিশ্চিত হয়েছি এটা বাংলাদেশি আব্দুর রহিমের লাশ।

তবে অন্য একটি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে গরুসহ রহিমকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।

এ বিষয়ে সীমান্তের পলিয়ানপুর বিজিবির বিওপি কমান্ডার হাবিলদার এনামুল জানান, তারা এখনও এ ধরনের খবর পাননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ