শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লার ১১টি আসনে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ‘ইসলামী আন্দোলন চলে গেলেও ভোটের মাঠে তেমন প্রভাব পড়বে না’ গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’

দিনাজপুরে পুলিশ কর্মকর্তা ও প্যানেল মেয়রসহ ১০ জনকে দুদকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুরের শীর্ষ চারজন রাজনীতিক এবং ছয়জন পুলিশ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়ে তলব করেছে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের কয়েকজনকে আজকে (বুধবার) এবং বাকিদের ১১ নভেম্বর (সোমবার) জেলা দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

যাদের দুদকের নোটিশ দেয়া হয়েছে- দিনাজপুর কোতোয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজ্জব, আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার আখতারুজ্জামান জামান, আওয়ামী লীগ নেতা ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব দুলাল।

সাবেক পুলিশ সুপার মুহা. মনছুর আলী মন্ডল, বর্তমানে নীলফামারীর সৈয়দপুর জিআরপি-র ওসি মুহা. রবিউল ইসলাম, বর্তমানে গাইবান্ধা সদর থানায় কর্মরত ওসি মুহা. শাহরিয়ার, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আশরাফ, দিনাজপুরের সাবেক ট্রাফিক পুলিশের পরিদর্শক সাদাকাতুল বারী এবং দিনাজপুর কোতোয়ালী থানা থেকে সদ্য প্রত্যাহার করা ওসি রেদওয়ানুর রহিম।

দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন, ইমাম আবু জাফর রজ্জব, মুহা. মনছুর আলী মন্ডল ও মুহা. রবিউল ইসলামকে বুধবার এবং আবু তৈয়ব দুলাল ও আখতারুজ্জামানসহ বাকিদেরকে আগামী ১১ নভেম্বর তলব করা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়াও বেশ কয়েকজন ব্যক্তি দুদকের নজরদারিতে রয়েছে। সময়মতো তাদেরও তলব করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ