সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

বাবরি মসজিদের রায় বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত করেছে: মাওলানা আবদুস সামাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মসজিদের স্থানে রাম মন্দির প্রতিষ্ঠা সম্বলিত রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ।

বাবরি মসজিদের রায়ের পর শনিবার (৯ নভেম্বর) তাৎক্ষনিক এক বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় সুপ্রীমকোর্ট থেকে বাবরি মসজিদ নিয়ে যে রায় ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ ন্যায়বিচার পরিপন্থী ও পূণরায় হিন্দু-মুসলিম সহিংসতা উষ্কে দেয়ার মতো।

তিনি বলেন, মোদি সরকার গায়ের জোরে ভারতীয় হিন্দুদের পক্ষে এই রায় ঘোষণা করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত করেছে। এ রায় বিশ্ব মুসলিম কখনো মেনে নেবে না। আমরা এ রায় প্রত্যাখান করছি।

কোর্টের রায়ে বিকল্প হিসেবে অন্যত্র বাবরি মসজিদ নির্মাণের জন্য মুসলিম ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি প্রদান করার ব্যাপারে তিনি বলেন, মুসলমানদের জন্য পাঁচ একর জমি ভিক্ষা দেয়ার প্রয়োজন নেই। মুসলমান প্রমাণ ও দলিলের আলোকে আদালতে ন্যায়বিচারের প্রত্যাশা করেছিল যা পূরণ করতে পারেনি আদালত।

বিবৃতিতে ভারতীয় সুপ্রিম কোর্টকে এ সিদ্ধান্ত থেকে সরে এসে মসজিদের জায়গা বাবরি মসজিদের জন্যই বহাল রাখার দাবি জানান তিনি।

উল্লেখ্য, ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন, বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা হবে। রায়ে বলা হয় মন্দিরের জায়গায় বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। তাই এ জায়গায় মন্দির নির্মাণ করা হবে। আর মসজিদের জন্য ৫ একর জমি সরকার দান করবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ