সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

‘মসজিদের জন্য ৫ একর জমি ভিক্ষা দেয়ার প্রয়োজন নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট, হায়দ্রাবাদ থেকে তিনি তিনবার আইনসভার নিম্নকক্ষ লোকসভার নির্বাচিত সদস্য, ১৫তম লোকসভায় শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য ২০১৪ সালে সংসদ রত্ন পুরষ্কার প্রাপ্ত আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, বাবরি মসজিদ নির্মাণে ৫ একর জমি ভিক্ষা দেয়ার প্রয়োজন নেই।

আজ শনিবার সকালে ভারতীয় সুপ্রিম কোর্টের দেয়া বাবরি মসজিদ রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, তিনি সংবিধানকে পুরোপুরি সম্মান করেন, তবে সুপ্রিম কোর্টের এ মামলাটি ত্রুটিমুক্ত নয়। ভারতীয় সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে।

আসাদুদ্দিন ওয়াইসি বলেন, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছি, মসজিদের জন্য আমাদের ৫ একর জমি ভিক্ষা দেয়ার দরকার নেই, ভারতের মুসলমানরা মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি কেনার ক্ষমতা রাখে।

তিনি আরও যোগ করেন, আমাদের কোনও ভিক্ষাবৃত্তির দরকার নেই, মুসলমানরা মসজিদটি নির্মাণের জন্য জমি কিনতে পারে। তিনি ভারতের মুসলিমদের এ ভিক্ষা গ্রহণ না করার আহ্বান জানান।

উল্লেখ্য, ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন, বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা হবে। রায়ে বলা হয় মন্দিরের জায়গায় বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। তাই এ জায়গায় মন্দির নির্মাণ করা হবে। আর মসজিদের জন্য  ৫ একর জমি সরকার দান করবে।

জিও নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ