সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

বাবরি মসজিদ রায় নিয়ে বিস্ময় প্রকাশ দারুল উলুম দেওবন্দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বাবরি মসজিদ ইস্যুতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে আজ রোববার বিশ্বখ্যাত বিদ্যালয় দারুল উলূম দেওবন্দ আশ্চর্য প্রকাশ করেছে।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দারুল উলুম দেওবন্দ বলেছেন, বাবরি মসজিদের অকাট্য প্রমাণ দেয়ার পরও আদালতের সিদ্ধান্ত পুরোপুরি বোধগম্য নয়। দারুল উলূম দেওবন্দ দেশের মুসলমানদের আইনশৃঙ্খলাপরিস্থিতি শান্ত রাখার আবেদন করেছেন।

দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানি বলেন, বাবরি মসজিদ সম্পর্কিত সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আশ্চর্যজনক। সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এ সিদ্ধান্তটি আমাদের বোধগম্যের বাইরে।

দ্বিতীয়ত, মামলাটি বিতর্কিত জমির মালিকানা অধিকার নিয়ে ছিল। আদালত এ জমিটির মালিকানা স্পষ্ট না করেই রায় দিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, যতদূর আমরা মসজিদ সম্পর্কে জানি, ইসলাম ধর্মে মসজিদ আল্লাহর ঘর। এর মালিকানা আল্লাহরই থাকে।

মসজিদের জমির মালিকানা মুসলিমদেরও নেই। মসজিদটি নির্মিত হওয়ার পরে এটি মসজিদ হিসেবেই থেকে যায় আজীবন। কোনওভাবেই এর মালিকানা মোছা যাবে না।

মুফতি আবুল কাসিম নোমানি বলেন, রায়ের বিষয়ে আরো একবার ভেবে দেখা উচিৎ। আমরা দেশের মুসলিমদের অহ্বান করবো তারা যেনো শান্তি বজায় রাখে। যা করার সব আইনিভাবে করারও আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, এ মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য ও শান্তি বজায় রাখা। মুসলমানরা ব্যাক্তিগতভাবে এমন কিছু করা উচিত নয় যাতে দেশ দ্বন্দ্বের দিকে পরিচালিত হয়। দাঙ্গা বা হাঙ্গামা সৃষ্টি হয়।

ভারতের উর্দু পত্রিকা সদায়ে ওয়াক্ত অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ