আওয়ার ইসলাম: রেলের প্রতি দেশের জনগণের আস্থা ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম, রাজনীতিবিদ, লালবাগ মাদরাসার প্রবীণ মুহাদ্দিস, হেফাজতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে সড়কপথের তুলনায় টেকসই, নিরাপদ, পরিবেশসম্মত, সাশ্রয়ী ও দ্রুততম যোগাযোগের মাধ্যম হলো রেল। সড়কপথের উন্নয়নে যেখানে দেশি-বিদেশি ও দাতা সংস্থাগুলো সমানতালে কাজ করে যাচ্ছে সেখানে উপেক্ষিত থাকছে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কর্মকাণ্ড। আজকের দুর্ঘটনাই তার প্রমাণ।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো সড়কপথের ক্ষেত্রে যতটা মনোযোগী, ততটা অমনোযোগী রেলের উন্নয়নে! আমরা চাই সরকার রেল যোগাযোগে সড়কের মত করে মনোযোগী হবেন। প্রয়োজনে রেল পথ উন্নয়নে আলাদা গবেষণা সেল গঠন করবেন। এতে দেশের জনগণের আস্থা ফিরে আসবে বলে মনে করি।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আল্লাহ সবাইকে হেফাজত করুন। নিহতদের মাগফিরাত কামনা করি।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ৩টায় মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী।
ঘটনা তদন্তে এরই মধ্যে ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে ট্রেনের লেকোমাস্টারসহ তিনজনকে।
-এটি