সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যা করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষস্থানীয় কমান্ডার বাহা আবু আল-আত্তারকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

মঙ্গলবার ভোরে গাজা উপত্যকায় তার নিজ বাড়িতে বোমা হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে হামাস।

মধ্যপ্রাচ্য ভিত্তিক শক্তিশালী গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের যুদ্ধের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে গাজা উপত্যকার ক্ষমতাসীন দল হামাস। ফলে নতুন এই হত্যাকাণ্ড দলটির জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামাস বলেছে, মঙ্গলবার ভোরে গাজা উপত্যকার শেজাইয়া জেলায় কমান্ডার বাহা আবু আল-আত্তার বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এ সময় তাদের ছোড়া বোমা ভবনের ভেতরে বিস্ফোরিত হয়। এতে কমান্ডার আল-আত্তা নিহত এবং আরও দুজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, কমান্ডার নিহত হওয়ার পরপরই ইসরায়েলি ভূখণ্ডে প্রতিশোধমূলক রকেট হামলা চালিয়েছে হামাস। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ