সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


আফগানিস্তানের কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আজ সকালে এক গাড়িবোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির মুখপাত্র নাসরাত রাহিমি জানান, কাসাবা এলাকায় বিমানবন্দরের উত্তর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমা হামলার ঘটনাটি ঘটে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

মঙ্গলবার তালেবানের হাতে বন্দী থাকা এক মার্কিন ও এক অস্ট্রেলীয় অধ্যাপকের বিনিময়ে দুই তালেবান কমান্ডার ও হাক্কানি গোষ্ঠীর এক নেতাকে মুক্তি দেয়ার পরদিনই এ হামলার ঘটনা ঘটলো। যদিও কিছু বিশ্লেষক আশা প্রকাশ করেছিলেন, বন্দী বিনিময়ে সহিংসতা কিছুটা কমে আসবে। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এখন পর্যন্ত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ