আওয়ার ইসলাম: ভারতের কলকাতায় বাংলাদেশি দুই ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
জানা যায়, উত্তর ২৪ পরগনার হাবরাতে এ ঘটনা ঘটে। অপহরণকারীরা মুক্তিপণের ৫০ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকা পাওয়ার পর বাংলাদেশি ব্যবসায়ীদের ছেড়েও দিয়েছে তারা। তাদের সঙ্গে থাকা ৭ হাজার ৫০০ মার্কিন ডলার এবং নগদ ৪৫ হাজার টাকা কেড়ে নিয়েছে।
কয়েকদিন আগে ব্যবসার কাজে কলকাতায় যান ফরিদপুরের সদরপুরের কাপড় ব্যবসায়ী বসির মিঞা (৩৯)। ব্যবসার সূত্রে সেলিম নামে এক ব্যক্তির সঙ্গে কলকাতায় তার আলাপ হয়।
গত ৭ নভেম্বর বাংলাদেশি বন্ধু ইলিয়াসকে নিয়ে সেলিমের সঙ্গে দেখা করেন বসির। পরে শিয়ালদহ স্টেশনে তাদের নিয়ে খাওয়া-দাওয়া শেষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে তাদের উত্তর ২৪ পরগনার হাবরায় নিয়ে যান সেলিম।
হাবরাতে পৌঁছানোর পর সেখানে অপেক্ষায় থাকা সেলিমের দলবল একটি গাড়িতে তোলে তাদের। এরপর গাড়ির মধ্যে তাদের চোখ ও হাত-পা বেঁধে অস্ত্রের মুখে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়, সঙ্গে থাকা টাকা ও মোবাইল কেড়ে নেয়। তাদের সেখানে আটকে রেখে হত্যার হুমকি দিয়ে বাংলাদেশে পরিবারের কাছে ফোন দিয়ে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যায়, বাংলাদেশ থেকে পাঠানো ৬ লাখ টাকা অপহরণকারীরা পাওয়ার পর সীমান্তে লোক পারাপারের দালালদের হাতে তুলে দেয় বসির ও ইলিয়াসকে।
স্থানীয় পুলিশ বলছে, এ ঘটনার পেছনে ভারত ও বাংলাদেশের বড় একটি চক্র রয়েছে। বেশ কিছু সূত্র পাওয়া গেছে, সে অনুযায়ী অপরাধীদের ধরার চেষ্টা করছি আমরা।
-এটি