সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


বিদেশে চিকিৎসার প্রস্তাব নাকচ করে দিলেন নওয়াজ শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সরকারের দেয়া শর্তে বিদেশে চিকিৎসার প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

গতকাল মঙ্গলবার দিনভর মন্ত্রি পরিষদ ও সাব-কমিটির কয়েক দফা বৈঠকের পর তিনি এ প্রস্তাব নাকচ করেন। পাকিস্তানের স্থানীয় পত্রিকা ডন এ খবর জানিয়েছে।

আল-আজিজিয়া স্টিল মিলস এবং অ্যাভেনফাইল্ড প্রপার্টিজের দুটি দুর্নীতি মামলায় কারাবন্দী নওয়াজ সিকিউরিটি বন্ড হিসেবে সাত বিলিয়ন রুপি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন। সরকারের এই প্রস্তাব মেনে নেননি অসুস্থ নওয়াজ।

গতকাল মঙ্গলবার তিন দফায় বৈঠক হয়। প্রথম দফা শুরু হয় স্থানীয় সময় সকাল ১০টায়। শেষ হয় দুপুর দেড়টায়। দ্বিতীয় দফা চলে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবং সর্বশেষ বৈঠকটি হয় রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত।

মন্ত্রিসভার সাব-কমিটির চেয়ারম্যান আইনমন্ত্রী ফারুক নাসিম সংবাদ মাধ্যমকে জানান, কমিটি এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা থেকে আসবে।

তিনি বলেন, 'আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারব না। কিন্তু আমরা মন্ত্রিসভা কাছে আজ (বুধবার) সুপারিশ করব।' তিনি
আরো জানান, এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার সময়ের কোনো সীমাবদ্ধতা নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ