মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ইসরায়েলি হামলায় ফের রক্তাক্ত ফিলিস্তিন, মিসর আল আজহারের কঠোর নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদি ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ফের রক্তাক্ত হলো ফিলিস্তিনের গাজা উপত্যকা।

গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ৩৪ ফিলিস্তিনি মুসলমান শাহাদাত বরণ করেছেন।

এদিকে মুসলমানদের ওপর ইহুদিদের পৈচাশিক এই হত্যাযজ্ঞের কঠোর সমালোচনা করেছে ঐতিহাসিক ইসলামি বিদ্যাপীঠ মিসরের জামিয়াতুল আযহার (আল আজহার ইউনিভার্সিটি)।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল আজহারের তরফ থেকে বিশ্ব সম্প্রদায়কে নৃসংশ এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর ভূমিকা রাখারও আহবান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্বের ন্যায়পরায়ণ সব মানুষ বিশেষকরে মুসলমানরা যেন ফিলিস্তিনিদের ওপর ইহুদিদের সবরকম সন্ত্রাসবাদী কার্যক্রম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফিলিস্তিনি মুসলিমদের পাশে থেকে সবসময় তাদের সমর্থন দেয়।

তাছাড়া,এখন পর্যমন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় শাহাদাত বরণকারী সকল ফিলিস্তিনির জন্য মহান আল্লাহর নিকট রহমত ও মাগফেরাত কামনা করা হয়,এবং আহতদের জন্য দ্রুত আরোগ্যও প্রার্থনা করা হয় ওই বিবৃতিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ