মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


জোয়ারের পানিতে তলিয়ে গেলো ভেনিসের পার্লামেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জোয়ারের পানিতে ডুবে গেছে ভেনিসের স্থানীয় প্রতিনিধি পার্লামেন্ট। জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে একটি প্রস্তাব প্রত্যাখ্যানের পরপরই এমন ঘটনা ঘটে।

বুধবার ইতালির ভেনিসের গ্র্যান্ড ক্যানালে অবস্থিত এ পার্লামেন্টে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যর্থ করে ঢুকে পড়ে জোয়ারের পানি।

ভেনেতো রিজিওনাল কাউন্সিল নামে ওই স্থানীয় পার্লামেন্টে রাত ১০টা থেকে পানি ঢোকা শুরু হয়। সেসময় সেখানে ২০২০ সালের বাজেট নিয়ে কথা হচ্ছিলো।

173405

ডেমোক্রেটিক পার্টি কাউন্সিলর অ্যান্দ্রে জানোনি বুধবার এক ফেসবুক পোস্টে বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে একটি প্রস্তাব তারা প্রত্যাখ্যানের মাত্র দুই মিনিটের মধ্যেই সেখানে পানি ঢুকে যায়। পোস্টের সাথে চারটি ছবিও জুড়ে দেন পরিবেশ কমিটির সভাপতি।

ভেনিস বরাবরই পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা। প্রতি বছর লাখ লাখ পর্যটক সেখানে ভিড় জমান। গত মঙ্গলবার জোয়ারের পানির সর্বোচ্চ উচ্চতা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৮৭ মিটার বা প্রায় ৬ ফুট। যা গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। এতে ভেনিস নগরীর প্রায় ৮০ শতাংশ তলিয়ে গেলে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়।

এর আগে এর চেয়েও বেশি পানি উঠেছিলো ভেনিসে। সেটা হয়েছিলো ১৯২৩ সালে, সেবার পানির উচ্চতা ছিলো ১ দশমিক ৯৪ মিটার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ