মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


‘ন্যায়বিচার ও মানবতার ধর্ম ইসলাম, এতে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের প্রধান মসজিদ মসজিদ আল-হারামের ইমাম এবং ২০০৫ সালে নির্বাচিত বছরের সেরা ইসলামিক ব্যক্তিত্ব (the Islamic Personality Of the Year) ড. শায়েখ আব্দুল রহমান ইবন আব্দুল আজিজ আস-সুদাইস বলেন, ‘ন্যায়বিচার ও মানবতার ধর্ম ইসলাম, এতে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই’।

সৌদি সংবাদ সংস্থা এসপিএর বরাতে ডেইল পাকিস্তান জানায়, পাকিস্তানের সিনেটর সাজিদ মীর শায়েখ আব্দুল রহমান ইবন আব্দুল আজিজ আস-সুদাইসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথাগুলো বলেন। পাকিস্তানের প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পাক-সৌদি সম্পর্কসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। বৈঠকে শায়েখ আব্দুল রহমান ইবন আব্দুল আজিজ আস-সুদাইস বলেন, মুসুলিমদেরকে আজ চারোদিক থেকে কোনঠাসা করার চক্রান্ত চলছে। আমাদের শত্রু মিত্র চিনতে হবে। এ যুগ আধুনিক যুগ। আমাদের শত্রুও আধুনিক। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আজ সারা বিশ্বে মুসলিমদের সন্ত্রাসবাদ ও চরমপন্থার সঙ্গে জড়িয়ে ফেলার ষড়যন্ত্র চলছে। অথচ ইসলাম মানবতা ও মানবকল্যাণের ধর্ম।

তিনি আরো বলেন, বিশ্বে বর্তমানে কিছু মানুষের কারণে সন্ত্রাস ও চরমপন্থা বাহানায় ইসলামের পরিচয়কে ব্যাপক ক্ষতি করেছে, বহু গোষ্ঠী ইসলামকে অবজ্ঞা করার চেষ্টা করছে।

আমরা ইনশাআল্লাহ নিজের জান কুরবান করে ইসলামের প্রাণকেন্দ্র হারামাইন শরীফাইনকে রক্ষা করবো। কোনো শত্রু আমাদের দিকে চোখ ওঠাতে সাহস পাবে না।

ডেইলি পাকিস্তান থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ