আওয়ার ইসলাম: দখলদার ইসরায়েলের লাগাতার নির্যাতনে দুর্বিষহ জীবনযাপন করা ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীকে আহবান জানিয়েছে আন্তর্জাতিক ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।
ওআইসিভুক্ত দেশসমূহকে ফিলিস্তিন এবং গোটা বিশ্বের সবশিশুদের প্রতি বিশেষ মনোযোগ দেয়ারও জোর তাকিদ দেয় সংস্থাটি।
গতকাল মঙ্গলবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো একটি বার্তায় ওআইসি এই আহবান জানায়।
বার্তায় শিশুদের অধিকার নিরাপত্তা ও সুরক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববাসীকে কাজ করার গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিশুদের শিক্ষা ও সুস্থ সভ্যতা নিশ্চিত করতেও সবাইকে গুরুত্ব দেয়ার আহবান জানায় ওআইসি।
ওয়াফা নিউজ এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন
-এটি