বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: বাংলাদেশ খেলাফত মজলিস এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী, রিট খারিজ আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের: শায়খে চরমোনাই জামায়াত সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমীরের অভিনন্দন হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন প্রথমবারের মতো বাংলাদেশে সরকারি সফরে আফগান উপমন্ত্রী জামায়াতের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর বাড়িতে ছুটে গেলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ধানের শীষের ববি হাজ্জাজের বিপরীতে রিকশা প্রতীক পেলেন মজলিস আমির

'অমিত শাহকে বিমানবন্দরের বাইরে পা ফেলতে দেবে না মাওলানা সিদ্দিকুল্লাহ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি প্রত্যাহার না করলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতায় প্রবেশের জন্য বিমানবন্দর থেকে বের হতেই দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী।

রোববার (২২ ডিসেম্বর) ভারতের রানী রাসমণি অ্যাভিনিউতে সিএএ ও এনআরসি বিরুধী সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, প্রয়োজনে আমরা অমিত শাহকে বিমানবন্দরের বাইরে পা ফেলতে দেব না। নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহার না হলে এক লক্ষ মানুষ বিমান বন্দর গিয়ে তাকে আটকে দেবে। নাগরিকত্ব আইন ধর্মের ভিত্তিতে তৈরি। যা সমাজে বিভেদ সৃষ্টি করবে।

সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, বিজেপি একের পর এক জনবিরোধী নীতি, আইন মানুষের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। তারা কোনও আলোচনায় বিশ্বাস করে না। ক্রমশ স্পষ্ট হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার আলোচনা করতেই রাজি নয়। তাই যতক্ষণ না সিএএ প্রত্যাহার হয় ততক্ষণ গণতান্ত্রিক পদ্ধতিতে তার বিরোধিতা চলবে।

সিএএ, এনআরসির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে। আন্দোলনে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। বাংলাতেও প্রতিবাদ হয়। সেই আন্দোলন ঘিরে অবশ্য হিংসায় ছড়িয়ে পড়ছিল। সভা থেকে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন মাওলানা  সিদ্দিকুল্লাহ চৌধুরী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ