বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: বাংলাদেশ খেলাফত মজলিস এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী, রিট খারিজ আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের: শায়খে চরমোনাই জামায়াত সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমীরের অভিনন্দন হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন প্রথমবারের মতো বাংলাদেশে সরকারি সফরে আফগান উপমন্ত্রী জামায়াতের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর বাড়িতে ছুটে গেলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ধানের শীষের ববি হাজ্জাজের বিপরীতে রিকশা প্রতীক পেলেন মজলিস আমির

নাগরিক সংশোধনী আইনের প্রতিবাদে সত্যাগ্রহে কংগ্রেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত নাগরিক সংশোধনী আইন (সিএএ) ও নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে সত্যাগ্রহে বসেছে কংগ্রেসের নেতারা।

সোমবার দিল্লির রাজ ঘাটের মহাত্মা গান্ধী মেমোরিয়ালে তারা সত্যাগ্রহে বসে। অহিংস প্রতিবাদে অংশ নিয়েছেন কংগ্রেসের প্রধান নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

এছাড়া এই প্রতিবাদে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কামাল নাথ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী আশোক গেলোটও অংশ নিয়েছেন। এসময় সংবিধানের মৌলিক অধিকার সংরক্ষণের আহবান জানান তারা।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আমার কাছে বিজনের এক অশ্রুযুক্ত মা এসে বলেছে, আমার সন্তান দেশের জন্য শহীদ হয়েছে। এছাড়া আরও অনেক বিপ্লবী শহীদ হয়েছে। আমি তাদের নামে প্রতিশ্রুতি করছি আমরা সংবিধান রক্ষা করব।

সত্যাগ্রহ প্রতিবাদে কংগ্রেস থেকে বলা হয়, বিজেপি সরকারের সিদ্ধান্তের কারণে পুরো দেশব্যাপী আন্দোলন চলছে। বিশেষ করে যুবকরা যেভাবে আন্দোলন করছে তা স্মরণীয়।

সোমবার সকালে টুইট বার্তার মাধ্যমে ভারতের তরুণদের প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

https://twitter.com/RahulGandhi/status/1208945009438838784

এর আগে কংগ্রেস বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছে। এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ বাহিনীর অভিযানের নিন্দা জানিয়েছে তারা।

শুধু দিল্লিতে নয় তামিলনাড়ুতে ডিএমকের নেতৃত্বে বিশাল প্রতিবাদ সভা হয়েছে৷ ব্যাঙ্গালুরুতেও জয়েন্ট অ্য়কশন কমিটির ডাকে ইদগা ময়দানে সিএএ বিরোধী প্রতিবাদে জনসমুদ্র ছিল৷

এদিকে ভারতের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন এই আইন মুসলিম অধ্যুষিত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশী সংখ্যালঘুদের ধর্মীয় নিপীড়িত হলে তাদের ভারত নাগরিকত্ব দিবে।

তবে সমালোচকরা বলছেন এটি মুসলিমদের সাথে বৈষম্যমূলক আচরণের জন্য তৈরি করা হয়েছে এবং ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতা লঙ্ঘন করেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ