আওয়ার ইসলাম: সিরিয়ার ইদলিবে রাশিয়ার অভিযানের কারণে তৈরি শরণার্থীদের সংকট তুরস্ক একা মোকাবেলা করবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেছেন, তার দেশ নতুন এ পরিস্থিতি মোকাবেলায় সক্ষম নয়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে রোববার মধ্যরাতে অন্তত চার জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সরকারি বাহিনী অভিযান শুরু করায় বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছেন স্থানীয়রা।
রোববার সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সামরিক অভিযান অব্যাহত রাখে দেশটির সরকারি বাহিনী। অভিযানে অংশ নেয় সামরিক বাহিনীর বিপুল সদস্য। এতে ট্যাঙ্ক, সাজোয়া যানসহ ভারী অস্ত্র ব্যবহার করা হয়।
আসাদবাহিনী বিদ্রোহীদের ক্ষয়ক্ষতির কথা বললেও, তীব্র অভিযানের মুখে ইদলিব ছেড়ে পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। প্রাণ বাঁচাতে তাদের অধিকাংশই ছুটছেন তুরস্কের সীমান্তের দিকে।
এ অবস্থায় তুরস্কে নতুন করে অভিবাসীদের ঢল নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এরদোয়ান। এর প্রভাব ইউরোপের বিভিন্ন দেশে পরবে বলেও সতর্ক করেন তিনি।
এরদোয়ান বলেন, ইদলিবে বোমা হামলা শুরুর পর ৮০ হাজারের বেশি মানুষ সেখান থেকে পালিয়েছে। তারা আমাদের সীমান্তের দিক অগ্রসর হচ্ছে। ইদলিবে যদি সহিংসতা দ্রুত বন্ধ না হয়, তাহলে উদ্বাস্তুতের সংখ্যা আরো বাড়বে। কিন্তু এত সংখ্যক অভিবাসীকে তুরস্ক গ্রহণ করতে পারবে না। এ বোঝা ইউরোপকেও বহন করতে হবে বলে মন্তব্য করেছিলেন তিনি।
সিরিয়ান শরণার্থীদের সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে ঠেকাতে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি সমঝোতা আওতায় তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে। তবে অর্থনৈতিক এ সহযোগিতা ঠিক মতো পাচ্ছে না বলে জানিয়েছেন এরদোগান।
-এএ/আরএম