বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


আজ ও কাল রাজধানীর সব ব্যাংক খোলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার্থে শুক্র ও শনিবার রাজধানীর সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলকারীদের জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার্থে ঢাকা মহানগরীর সব তফসিলি ব্যাংক শুক্র ও শনিবার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক খোলা রাখার নির্দেশনা দেওয়া হলো।

এর আগে বৃহস্পতিবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার সব ব্যাংকের শাখা শুক্র ও শনিবার খোলা রাখার নির্দেশ দিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ডিএনসিসি ও ডিএসসিসির নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচির আলোকে আগামী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হিসেবে নির্ধারিত রয়েছে। ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে শুক্র ও শনিবার ঢাকা মহানগরের সব ব্যাংক খোলা রাখার ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করে। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ জানুয়ারি। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ