বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


ঢাকা সিটি নির্বাচন: আওয়ামী লীগের ফরম জমা দিলেন খোকন-আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন ফরম জমা দিয়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকন ও আতিকুল ইসলাম।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশী এই দুইজন ফরম জমা দেন।

মনোনয়ন জমা দেয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বর্তমান মেয়র আতিকুল জানান, ঢাকা উত্তরে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। জনপ্রিয় মেয়র আনিসুল হকের মৃত্যুতে উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হন আতিক।

জুমার নামাজের আগে মনোনয়ন ফরম জমা দেয়ার পর সাঈদ খোকন দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন। বলেন, মনোনয়ন পেলে অসমাপ্ত কাজ শেষ করবেন তিনি।

এর আগে গত বুধবার বিকাল ৩টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন আতিকুল ইসলামের পক্ষে তার ব্যক্তিগত সহকারী কর্মকর্তা সাইফুদ্দিন ইমন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের বর্তমান দুই সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম।

এছাড়া এদিন বিকাল ৩টা পর্যন্ত উত্তর সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান মেয়র সাঈদ খোকন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর এই দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ