বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে মোশাররফের পিটিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রদোহের মামলায় পাকিস্তানের একটি বিশেষ আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশ চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন দেশটির সাবেক সামরিক শাসক ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।

শুক্রবার দুবাই থেকে আইনজীবীর মাধ্যমে রায় পুনর্বিবেচনার আবেদন জানান তিনি। আগামী ৯ জানুয়ারি এই আবেদনের ওপর শুনানি হবে লাহোর হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে।

লাহোর হাইকোর্টে দাখিল করা পিটিশনে মোশাররফ বিশেষ আদালতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, রায়ে অসঙ্গতি এবং পরস্পরবিরোধী বক্তব্যের মিশ্রণ ছিল এবং বিশেষ আদালত দ্রুত ও তাড়াতাড়ি বিচার শেষ করেছে, যা ছিল সত্যিকারের উপসংহার থেকে অনেক দূরে।

পারভেজ মোশাররফের পক্ষে তার আইনজীবী আজহার সিদ্দিক ৮৬ পৃষ্ঠার দীর্ঘ এই পিটিশন শুক্রবার লাহোর হাইকোর্টে দাখিল করেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহীতা মামলায় পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত।

বর্তমানে চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন তিনি। ১৯৯৯ সালে থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন পারভেজ মোশাররফ। ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির অভিযোগে দেশটির আদালতে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। ২০১৩ সালের ডিসেম্বর থেকে এই মামলার রায় আদালতে ঝুলে ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ