আওয়ার ইসলাম: 'প্রতিবেশী যেন কষ্ট না পায় শীতে' এই প্রতিপাদ্য ধারণ করে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজধানীর মিরপুরস্থ শেওড়াপাড়ার উচ্চতর ইসলামি জ্ঞানচর্চা কেন্দ্র মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকা।
শুক্রবার মধ্যরাতে মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ বস্তির আগুনে পোড়া সম্বলহীন অসহায় শীতার্ত পরিবারের মাঝে তাদের বর্তমান আশ্রয়স্থল স্থানীয় আনন্দ স্কুলে কম্বল বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
বিতরণকালে মারকাযের পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি আশ্রিত মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিপদে ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহমুখী হওয়ার আহবান জানান।
এর আগে এদিন সন্ধ্যায়ও মারকাযের নিকটবর্তী শেওড়াপাড়ার অন্তত ত্রিশটি পরিবারকে মারকাMove to Trashযের পক্ষ থেকে শীতবস্ত্র প্রদান করা হয়।
উচ্চতর কওমি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসার শিক্ষক-শিক্ষার্থী দেশের মানুষের দুঃখ কষ্টগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়ার প্রয়াসে সবার সহোযোগিতায় এই জনকল্যানমূলক কাজে অংশগ্রহণ করেছে।
এই প্রচন্ড শীতে সমাজের বিত্তবানরাও অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াবেন মারকাযুদ দিরাসার তরফ থেকে এই আহবান জানিয়েছেন মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি।
শীতবস্ত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক ডেস্কের সাব এডিটর বেলায়েত হুসাইন, মারকাযের শিক্ষক মাওলানা ফরিদুর রহমান ও কারী হুমায়ুন আহমাদ, শিক্ষার্থী কামাল হুসাইন ও খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
আরএম/