আওয়ার ইসলাম: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শামিল হচ্ছে সারা দেশ। সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদে শামিল হচ্ছে। সেই প্রতিবাদের ধারাবাহিকতায় কেরালার কোঝেনচেরি শহরের এক দল যুবক-যুবতী টুপি ও হিজাব পরে চার্চে প্রার্থনায় জড়ো হন।
এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে মোহিত নেটিজেনরা ওই যুবক-যুবতীদের প্রশংসায় পঞ্চমুখ।
কোনও অশান্তি না করেও কীভাবে প্রতিবাদে গর্জে ওঠা সম্ভব, কেরলের যুবক-যুবতী প্রমাণ করে দিয়েছেন বলেই দাবি নেটিজেনদের।
ভিডিওতে দেখা যাচ্ছে, যুবকদের পরণে পাঞ্জাবি, মাথায় টুপি। অন্যদিকে, যুবতীরা পরেছেন হিজাব। তা পরেই গির্জায় গিয়ে তারা অংশ নিয়েছিলেন বড়দিনের প্রার্থনায়। ক্রিসমাস ক্যারলও গাইছিল ওই দলটি।
নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই ভারতীয় মুসলিমদের প্রতি সৌভ্রাতৃত্ব দেখাতে ও সিএএ-এনআরসির প্রতিবাদ করতেই এ রকম করা হয়েছে বলে জানা গিয়েছে। কেরালার কোঝেচেরি শহরের মার্থোমা চার্চে এটি হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিও শেয়ার করে ভারতের কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর লিখেছেন,‘পোশাক দেখে বলতে পারবেন ওরা কারা!
ভিডিও লিঙ্ক- https://twitter.com/jijoy_matt/status/1209839286121615360
উল্লেখ্য, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাস পরপরই প্রথমেই এর বিরুদ্ধে আসাম, ত্রিপুরা, মেঘালয়সহ দেশটির উত্তর-পূর্বের রাজ্যগুলোতে বিক্ষোভ শুরু হয়। ক্রমেই দিল্লি, উত্তর প্রদেশ, কর্ণাটকসহ গোটা দেশে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ ঠেকাতে বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি ছুড়ছে পুলিশ। এতে কেবল উত্তর প্রদেশেই প্রাণ হারিয়েছে ২১ জন, যাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বুলেটের আঘাতে। -সংবাদ প্রতিদিন, আনন্দবাজার পত্রিকা।
-ওএএফ