রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায়

প্রাইভেট কারসহ ভুয়া র‌্যাব কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভুয়া র‌্যাব কর্মকর্তা মুহা. রকিবুজ্জামান (৩২) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

গতকাল রোববার দিবাগত রাতে জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রকিবুজ্জামান কালকিনি থানার চরঠেঙ্গামারা এলাকার মুহা. মালেকুজ্জামানের ছেলে।

জানা যায়, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি টিম টেকেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভুয়া র‌্যাব কর্মকর্তা মুহা. রকিবুজ্জামানকে আটক করে।

পরে তার সঙ্গে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, তিন সেট সেনাবাহিনীর কম্ব্যাট ইউনিফর্ম, সেনাবাহিনীর বিভিন্ন প্রকার সরঞ্জামাদী, কুরিয়ার সার্ভিসে মেজর রকিবুজ্জামান নামে পাঠানো একটি পার্সেল, একটি মোবাইল ফোন ও দুইটি সীমকার্ড উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, আটক আসামি মুহা. রকিবুজ্জামান নিজেকে সেনাবাহিনীর মেজর এবং র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে এলাকার সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের ভয়ভীতি প্রদর্শন করে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়াও এলাকার সাধারণ জনগণের নিকট বিভিন্ন সময় নিজেকে সেনাবাহিনীর মেজর এবং বর্তমান র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে তাদের জটিল সমস্যা সমাধানে প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক ভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

ওই অভিযোগের প্রেক্ষিতে রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভুয়া র‌্যাব কর্মকর্তা মুহা. রকিবুজ্জামানকে আটক করা হয়। আটক আসামিকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ