সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা

আমরা যা হারালাম তা পূরণ হবার নয়: আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে গোটা আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিদগ্ধ এ আলেমের ইন্তোকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া মাদানিয়া দারুল উলুম যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আজ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, আসলে আল্লাহর ওলিরা যখন পৃথিবীতে আসে তখন পাখির মতো আসে আর যখন চলে যায় তখন পাখির মতোই চলে যায়। সেই ধারাবাহিকতায় এবার নিভে গেল কালের আরেক প্রোজ্জ্বল পিদিম।

তিনি আরও বলেন, দেশের অন্যতম শীর্ষ আলেমে দীন, দীন-মিল্লাতের অতন্দ্রপ্রহরী, প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, আলোকিত মানুষ গড়ার কারিগর, ঈমানী আন্দোলনের নন্দিত পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আল্লামা আযহার আলী আনওয়ার শাহ। তিনি দেশের হাজারো আলেমদের মতো  আমারও মুরুব্বি ছিলেন।

মহিউস সুন্নাহ বলেন, আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। পরহেজগার, মুখলিস ও জনদরদী এই আলেম মনীষীর ইন্তেকালে যাত্রাবাড়ি মাদরাসার সকল ছাত্র-শিক্ষক গভীরভাবে শোকাহত। আমরা তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

এদিকে, আল্লামা আযহার আলী আনওয়ার শাহর ইন্তেকালের খবর পেয়ে আজ যাত্রাবাড়ি বড় মাদরাসায় মরহুমের রূহের মাগফিরাত কামনায় মাদরাসার সকল শিক্ষক ছাত্রদের নিয়ে দোয়া করেন আল্লামা মাহমুদুল হাসান।

আল্লামা মাহমুদুল হাসান ও আল্লামা আনোয়ার শাহ পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ইউসুফ বিন নূরীর ছাত্র ও হারদুয়ী হজরত শাহ আবরারুল হক রহ.-এর খলিফা। এছাড়াও তারা একে অপরের দীর্ঘদিনের সহকর্মী ছিলেন।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ