রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার

‘কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় জোরালো ভূমিকা রাখবে ওলামায়ে কেরাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক>

চলমান নানা ইস্যুতে ওলামায়ে কেরামের সর্বোচ্চ দাবি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা। এ দাবি নিয়ে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কিভাবে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে, সংসদে আইন পাশ করে অমুসলিম ঘোষণা করানো যায় সেই ফিকির শীর্ষ ওলামায়ে কেরামের মাথায়।

কাদিয়ানীদের কিছু কর্মতৎপরতার প্রেক্ষিতে তাদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি নিয়ে মাঠে তৎপর হয়েছিলেন দেশের সকল শ্রেণীর ও মতাদর্শের ওলামায়ে কেরাম। শান্তিপূর্ণ মিছিল, মানববন্ধন, মহাসমাবেশসহ প্রতিবাদমূলক সকল কর্মসূচি পালন করছেন দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম।

আমিরে হেফাজত শাইখুল ইসলাম শাহ আহমদ শফীর নেতৃত্বে এক কেতেনে জড়ো হয়েছেন সর্বস্তরের ওলামায়ে কেরাম ও সাধারণ জনগণ। আর এই দাবি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তরের সভাপতি আল্লামা শাহ আহমদ শফির স্নেহধন্য ছাত্র খলিফা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী ও সাধারণ সম্পাদক আল্লামা নূর হোসাইন কাসেমী স্নেহধন্য ছাত্র মুফতি নাজমুল হাসান বিন নূরী।

মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী বলেন, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ইয়াহুদী ও খ্রিষ্টানরা কিছু দালাল নিযুক্ত করেছে। তারা সমাজে মুসলিম বলে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তারা মুসলমান নয়।

নবীর পরে নবী দাবি করে তারা খতমে নবুওয়াতের মহান বিষয়কে অবমূল্যায়ন করেছে। এবং এই খতমে নবুয়াত না মানার কারণে তাদেরকে ওলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে কাফের ঘোষণা করা হয়েছে। তাদের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া হল এরা কাফের।

তবে নাগরিক অধিকার হিসেবে এরা এদেশে বসবাস করবে অন্যান্য সম্প্রদায়ের মত। যেভাবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা এদেশে বসবাস করে তারাও ভিন্ন সম্প্রদায়ের পরিচয় এদেশে বসবাস করতে পারবে। কিন্তু খতমে নবুওয়াতকে অস্বীকার করে এদেশের বুকে মুসলিম পরিচয় দিয়ে তারা থাকতে পারবে না।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ডাকে সর্বদা প্রস্তুত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তর। আমাদের মহতারাম আমির ও শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী যখনই আমাদেরকে ডাকবেন আমরা তখনই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। মোটকথা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে যা যা করা দরকার আমরা সব করতে প্রস্তুত।

খতমে নবুওত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী বলেন, এ যাবৎ আমরা যে সকল বিষয় নিয়ে রণাঙ্গনে আন্দোলন করেছি সেগুলো ছিল আমলী বিষয়। কিন্তু খতমে নবুওয়াত বিষয়টি ঈমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ঈমানের মৌলিক বিষয়। সুতরাং খতমে নবুওয়াতের দাবি আদায়ে মুরুব্বী আলেমদের ডাকে কোন মুহূর্তে সাড়া দিতে প্রস্তুত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তর।

নিজস্ব কার্যালয়ে আওয়ার ইসলামের সঙ্গে একান্ত আলাপকালে নিজেদের প্রস্তুতি ও এসকল দাবির কথা জানান সভাপতি ও সাধারণ সম্পাদক। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির প্রতিটি পদক্ষেপে জোরালো ভূমিকা রাখবে ঢাকা জেলা উত্তর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ