রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায়

ছাত্র মজলিসের কর্মী সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে অনুষ্ঠিত হবে।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হুসাইন কামিলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জারির হুসাইন জানান, কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে নগর ও জেলার প্রতিটি উপশাখায় সংগঠনের প্রাক্তন জনশক্তি ও বিশিষ্ট ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।

‘প্রচারণার অংশ হিসেবে দেয়াল রাইটিং ও পোস্টারিং মহানগর ও জেলা শাখার বিভিন্ন উপশাখাগুলোতে প্রচার মিছিল করা করা হয়েছে’।

তিনি বলেন, কর্মী সম্মেলনকে কেন্দ্র করে তৃনমূল পর্যায়ে বর্তমান ও প্রাক্তন জনশক্তিদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। সংগঠনের জনশক্তি ব্যতীত সাধারণ ছাত্র সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছেও সম্মেলনের দাওয়াত প্রদান অব্যাহত রয়েছে। সম্মেলনে ব্যাপক লোকসমাগম হবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, জাহিলিয়াতপূর্ণ এ সমাজ ও অস্থিতিশীল শিক্ষাব্যবস্থায় এ কর্মী সম্মেলনে ছাত্র সমাজের সমস্যা সমাধানে করনীয়, দেশীয় ও আন্তর্জাতিক অস্থিতিশীল পরিস্থিতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বিশ্বে মুসলিম নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখবেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ