রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায়

শোলাকিয়া ময়দানে আল্লামা আনোয়ার শাহ'র জানাজা দুপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রখ্যাত আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ'র জানাজার নামাজ আজ (বৃহস্পতিবার) দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

হাটহাজারি মাদরাসার মহাপরিচালক এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের  চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী জানাজার নামাজে ইমামতি করবেন বলে জানা গেছে।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ'র জামাতা মাওলানা জালালুল ইসলাম আওয়ার ইসলামকে এসব তথ্য দিয়েছেন।

জানা গেছে, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ তার মায়ের কবরের পাশে সমাহিত হবেন। ইতোমধ্যে কবর খননের কাজ সম্পূর্ণ হয়েছে।

এদিকে প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে উপস্থিত হয়েছেন হাজারও মানুষ। তীব্র শীত উপেক্ষা করে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসা কমপ্লেক্সেকে মানুষের লম্বা লাইন দেখা গেছে। বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষকসহ উপস্থিত হয়েছেন হাজার হাজার আমজনতা।

বুধবার বিকেলে ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের শীর্ষস্থানীয়  আলেম মাওলানা আজহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেন।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ