সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা

রামেক হাসপাতালে ‘করোনা’ ভাইরাস প্রতিরোধে আলাদা ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের প্রাণঘাতী ‘করোনা’ ভাইরাস মোকাবেলায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পৃথক ইউনিট খোলা হয়েছে। এছাড়াও ‘করোনা’ ভাইরাস প্রতিরোধে তিনজন চিকিৎসকের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রামেক সুত্র জানায়, আগামী ১লা ফেব্রুয়ারি উন্নত প্রশিক্ষণ নিতে ঢাকায় যাবেন ওই তিনজন চিকিৎসক। রামেক হাসপাতালের ১৬ ওয়ার্ড কেবিনের ২টি এবং ১৭ নং কেবিনের তিনটি বেডকে ইউনিট ঘোষণা করা হয়েছে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশে করোনা ভাইরাস মোকাবেলায় হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

রামেক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মাহাবুবুর রহমান বাদশা বলেন, এটি সাধারণ ভাইরাস রোগ। সর্দি, কাশি ও অন্যান্য কারণে এ ভাইরাস ছড়ায়। এ নিয়ে বাংলাদেশের চিকিৎসকরা আতঙ্কিত নন। মৌসুম শেষের সাধারণ এক মাসের মধ্যেই ভাইরাসটি বিস্তার লাভ করতে পারে না, মরে যায়। এছাড়া চীন বাংলাদেশ থেকে অনেক দূরে। চীনের সাথে সীমান্ত থাকায় মহামারী হলে ভারতীয়রা আক্রান্ত হতো। ভারতীয়রা আক্রান্ত হলে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ থাকতো।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাসের দেখা মেলে। একটি সামুদ্রিক বাজার থেকেই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। চীনের বিভিন্ন শহরে এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে উহানের সঙ্গে গণপরিবহন, বিমান চলাচল ও রেল সেবা বন্ধ করে দেয়া হয়েছে। অন্যান্য শহরেও ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

চীনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২৯ জানুয়ারি পর্যন্ত করোনাভাইরাসে ১৭০ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৭,৭১১ জন। চীন ছাড়াও বিশ্বের ১৮টি দেশে ৭৮ জন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

চীন ছাড়াও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও তাইওয়ানে এ ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ