সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা

‘বাংলাদেশ সীমান্তে ভারতীয় অত্যাচার ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সীমান্তে বাংলাদেশী নাগরিকদের উপর ভারতীয় বিএসএফ প্রায়ই নির্বিচার গুলি চালিয়ে বাংলাদেশী নাগরিকদের হত্যা করছে। পাখীর মত গুলি করে মানুষ হত্যা করছে। নিজ জমিতে কৃষিকাজরত বাংলাদেশী কৃষকের উপর গুলি চালিয়ে আহত করে তাকে ভারতে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বুধবার আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে তিনি আরো বলেন, ভারতের এ জঘন্য আচরণ কোনভাবেই গ্রহনযোগ্য নয়। সীমান্তে ভারতীয় অত্যাচার ও হত্যাকান্ড বন্ধ করতে হবে। এ জন্য বাংলাদেশ সরকারকে ভারত তোষণ নীতি বাদ দিয়ে সীমান্তে ভারতীয় আগ্রাসনের কড়া জবাব দিতে হবে।

বাংলাদেশের নাগরিকদের রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মোঃ আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা আজীজুল হক, হাজী নূর হোসেন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ