সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা

শুধু ইরানের ওপর নয়, গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের জনগণ বিশ্বাস করে- শত্রুদের অর্থনৈতিক ও রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ। আজ শুধু ইরানের ওপর নয়, গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

গত রোববার রাজধানী তেহরানের দক্ষিণে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ইরানের মন্ত্রিসভার সদস্যরা ইরানের ইসলামি বিপ্লবের স্থপতি খোমেনীর প্রতি নতুন করে তাদের আনুগত্য প্রকাশ করে এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, ইরানের জনগণ বিশ্বাস করে যে, এদেশের নীতি কখনো আনুগত্য ও আত্মসমর্পণের নীতি হতে পারে না যদিও আমরা কারো সাথে উত্তেজনা এবং সংঘাত চাই না।

প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, শত্রুর নিপীড়ন ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সফল হতে হলে ইরানি জনগণের মধ্যে ঐক্য থাকতে হবে। ইরান এবং ইসলাম যতক্ষণ পর্যন্ত জীবিত আছে ততক্ষণ পর্যন্ত ইরানি জাতি সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হবে বলেও তিনি মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনের নামে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি প্রকাশ করেছেন।

এ সম্পর্কে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, এটি হচ্ছে মুসলিম জাতি এবং বিশ্বের স্বাধীনতাকামী দেশগুলোর জন্য শতাব্দীর সবচেয়ে লজ্জাজনক ও ঘৃণ্য পরিকল্পনা। তিনি বলেন, আমেরিকা শুধু ইরানের ওপর নয় বরং পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ