শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


আমি বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী: মুস্তফা কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদে বিএনপি ও জাতীয় পার্টির এমপিদের সমালোচনার মুখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমি সারা বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী। গতকাল বুধবার সংসদে বিল পাসের জন্য তুললে তুমুল বিরোধিতায় পড়লে এ কথা বলেন তিনি।

স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ৬১টি সংস্থার তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা নিতে একটি বিল পাস হয় গতকাল। এ বিল সংসদে তুললে তার বিরোধিতায় সরব হন বেশ কয়েকজন সংসদ সদস্য। তাদের মধ্যে অন্যতম দুই জন হলেন বিএনপির রুমিন ফারহানা ও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু। এটিকে ‘কালো আইন’ বলেও মন্তব্য করেন এই দুই এমপি।

অর্থমন্ত্রীর সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, অর্থমন্ত্রী অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন, সাধারণ অবস্থা থেকে হয়েছেন ব্যবসায়ী। উনি অর্থনীতি বোঝেন না, তা পাগলেও বিশ্বাস করবে না। সমস্যটা হচ্ছে তার সদিচ্ছার অভাব।

তিনি আরও বলেন, এত মেধাবী অর্থমন্ত্রী শেয়ারবাজার, খেলাপি ঋণ নিয়ে কিছু করলেন না। কেন তিনি এদিকে নজর দিচ্ছেন না? তিনি তো ধনীদের অর্থমন্ত্রী হন নাই। কেন খেটে খাওয়া মানুষের দিকে তার নজর নেই?

এর জবাবে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, চিন্তা করে দেখেন, সাইফুর রহমান চার্টার্ড একাউনটেন্ট ছিলেন। আমিও তাই। আমি সারা বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী। এ সময় ব্যক্তিগত পর্যায়ে কথা না বলার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, আমিও অনেক কিছু বলতে পারি। সবার বিষয়েই আমার জানা আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ