রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ

দিল্লিতে সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি), উবায়দুল্লাহ সাআদ
ময়মনসিংহ প্রতিনিধি>

ভারতের দিল্লিতে মসজিদে অগ্নিসংযোগ, মুসলমানদের বাড়ী-ঘরে হামলা, নির্বিচারে মুসলিম গণহত্যা এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

আজ শুক্রবার জুমার পর ময়মনসিংহের ঐতিহাসিক বড় মসজিদ চত্বর থেকে মিছিল শুরু হয়।

মিছিলপূর্ব সমাবেশে উলামায়ে কেরামরা দিল্লির অশোক নগরের একটি মসজিদে বর্বরোচিত হামলা এবং অগ্নিকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, ভারত সরকার দিল্লিসহ ভারত জুড়ে যে সহিংসতা সূচনা করছে সেটা অত্যন্ত দুঃখজনক, মুসলমানদের গণহত্যা, মসজিদে অগ্নিকাণ্ডের মতো ঘটনা বিশ্বের মুসলমানরা কোনোভাবেই বরদাশত করবে না। আর ঠিক এমনি এক মুহূর্তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ করে তৌহীদি জনতার অন্তরে আঘাত করেছে বাংলাদেশ সরকার।

বক্তারা আরো বলেন, যদি ভারতের মোদিকে মুজিববর্ষে বাংলাদেশে আনা হলে সারা দেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না করার আহ্বান জানায় ইত্তেফাকুল উলামা।

পরে বড় মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গাঙ্গিনাপাড় হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা'দীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মফিজুল ইসলাম, ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমান, ময়মনসিংহ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মানযির আহসান খাঁন তাবশির, ময়মনসিংহ সদর শাখার সভাপতি মাওলানা গোলাম মাওলা ভূঞাঁ, ময়মনসিংহ মহানগর শিক্ষা সম্পাদক মুফতি ইসমাইল ইব্রাহীম, মহানগর শাখার প্রচার সম্পাদক মাওলানা ফিরোজ আহমাদ এবং ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা চৌধুরী নাসীর আহমাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ