রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ

নাগরদোলা থেকে পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় নাগরদোলা থেকে পড়ে সাদিয়া আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের ছৈয়দ আহম্মদ হাট এলাকায় আবদুল হামিদ শাহ্ এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে আয়োজিত মেলায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। সাদিয়া মোহাম্মদীয়া তৈয়বীয়া সুন্নিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ও একই ইউনিয়নের ইসহাক প্রকাশ কালুর মেয়ে। সে পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট ছিল।

জানা যায়, মাদরাসা ছুটির পর বাসায় ফিরে বিকেলে মেলায় ঘুরতে গিয়েছিল সাদিয়া। মেলায় গিয়ে নাগরদোলায় উঠেছিল সে। তবে নাগরদোলায় উঠা যে তার জন্য কাল হবে তা হয়তো সে জানত না। নাগরদোলার সাথে উড়না পেঁছিয়ে মাঠিতে পড়ে গিয়ে মারাত্বকভাবে আহত হয় সাদিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত সাদিয়ার চাচা জানান, আমার ভাইয়ের ছোট মেয়ে সাদিয়া মাদরাসা থেকে বাড়ি ফিরে মেলায় গিয়েছিল। কিন্তু ভাগ্যের একি নির্মম পরিহাস, সে মেলায় গিয়ে এভাবে লাশ হয়ে বাড়ি ফিরবে তা ভাবতেও কষ্ট হচ্ছে। তার অকালমৃত্যু আমাদের পরিবারের সদস্যরা মেনে নিতে পারছে না। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সাদিয়া নিহত হওয়ার ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়েছেন তার শিক্ষক ও সহপাঠীরা। মেধাবী সাদিয়ার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার শিক্ষকেরা। প্রিয় বন্ধবীর মর্মান্তিক মৃত্যুতে শোকাহত তার সহপাঠীরা। সাদিয়ার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে এলাকায় এক হ্নদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। অন্যদিকে কন্যার শোকে পিতামাতা নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে বিলাপ করতে করতে শোকে মূহ্যমান বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ