রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ

চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণে আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে ট্র্যাফিক পুলিশের একটি বক্সে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশের দুই সদস্যসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর দুই নম্বর গেট ট্র্যাফিক বক্সে ঘটনাটি ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন- ট্র্যাফিক সার্জেন্ট আরাফাত, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতাউদ্দিন, স্থানীয় দুই যুবক জাহিদ বিন জাহাঙ্গীর ও সুমন। তাছাড়া ১০ বছর বয়সী এক শিশুও এতে গুরুতরভাবে জখম হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বলেছেন, প্রাথমিকভাবে আমরা মনে করেছিলাম, এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট কোনো ঘটনা। ঘটনাস্থলে এসে দেখি এটি বড় ধরনের বিস্ফোরণ।

তিনি আরও বলেন, আমরা বিস্ফোরকের আলামত পেয়েছি। ঢাকা থেকে বোম ডিজপোজাল ইউনিটের সদস্যরা আসছেন। তারা বিস্তারিত বলতে পারবেন। তবে আমরা ধারণা করছি, এটি পরিকল্পিত কোনো নাশকতা হতে পারে।

এ দিকে বিস্ফোরণে আহত এএসআই আতাউদ্দিন জানান, আমরা পুলিশ বক্সের ভেতরে বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। এতেই তিনি পাশে ছিটকে পড়েন।

অপরদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন জানিয়েছেন, বিস্ফোরণে হতাহতদের মধ্যে সবাই কমবেশি দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের খবর শুনতে পেয়ে চট্টগ্রাম নগর পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট, নগর গোয়েন্দা পুলিশ, পিবিআই, সিআইডির ক্রাইম সিন টিমের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ