শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
 ৩ বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করছে জার্মানি  ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

করোনায় বাসা-বাড়ীতে যেভাবে দিন কাটাবেন: কওমি শিক্ষার্থীদের প্রতি পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানভীর সিরাজ।।

করোনা নামক ভাইরাসে আজকের অভাবনীয় পরিস্থিতিতে বাংলাদেশের প্রাইভেট ও কওমি মাদরাসার তালিবুল ইলম এবং উলামা হযরতগণের সাথে বিশেষ কিছু আলোচনা ও পরামর্শ।

১. পারিবারিক পরিবেশে কুরআন শিক্ষা: পারিবারিকভাবে আমরা কুরআন কারিমের অনুশীলন করতে পারি। পিতা আলিম হলে সন্তানেরা ছাত্র হয়ে কুরআন মশ্ক করতে পারে, বা পারিবারিক হেফজখানায় পরিণত করতে পারেন পিতা৷

২. খাস তালিম: পিতা আলিম হলে সকল সন্তান তার কাছে কিতাবি দরস নিতে পারে। যেখানে নাহু-সরফ, বালাগাত-ফাসাহাত, উসুলে কুরআন ও উসুলে হাদিস-সহ প্রতিদিন প্রয়োজনীয় বিষয় নির্বাচন করে করে নির্ধারিত সময়ে খাস তালিম হতে পারে। অথবা যে ছেলে যে বিষয়ে দুর্বল তাকে নিয়ে সেই বিষয়ে মেহনত করতে পারেন মুহতারম পিতা।

৩. আম তালিম: পরিবারের সকল সদস্যদের নিয়ে তাবলিগ জামাতের কায়দায় কিতাবে তালিমের ব্যবস্থা করা যেতে পারে। যাতে পরিবারে করোনার মালিকের পক্ষ থেকে করুণা করা হয়।

৪. সকাল-সন্ধ্যার মাসনুন আমল: কুরআন মজিদ ও হাদিস শরিফে বর্ণিত সকাল-সন্ধ্যার মাসনুন আমল আর দুআসমূহ যথাসময়ে নিজে এবং পরিবারের সবাইকে আদায় করার প্রতি তাগিদ করতে পারেন।

৫. কজবে হালাল: মাদরাসার খেদমতের পাশাপাশি অন্যকোনো হালাল আয়ের উৎস থাকলে সেদিকে বিশেষ নজর দিতে পারেন, যাতে কজবে হালালের পথ প্রসারিত হয় এবং অভাব দূর হয়।

৬. ভিন্নচিন্তা: (আল্লাহ না করুন) যদি মাদরাসায় আসার আর সুযোগ নাও হয়, তাহলে খাছ ও আম তালিম করে করে প্রত্যেকের বাসা-বাড়ি এক একটি মসজিদ-মাদরাসায় রূপান্তরিত হয়।

৭. নামায: প্রতিদিন পাঁচওয়াক্ত নামায জামাতের সাথে নিজে আদায় করা এবং পরিবারের সদস্যদের পড়তে বলা। নামাযের পর আয়াতুল কুরসি ও অন্যান্য মাসনুন আমল করা, করতে বলা।

আমরা আল্লাহ পাকের কাছে বিশেষভাবে দুআ মুনাজাত করি, যাতে তিনি বিশ্বের সকল মুসলিম নারী-পুরুষ আর বালবাচ্চাকে করোনার এই ভয়ংকর হামলা থেকে হেফাজত করেন। রক্ষা করেন। এবং সেইসাথে ভিন্ন ধর্মাবলম্বিদের জন্য দুআ করা, যাতে তারা আল্লাহর কুদরত ও শক্তি অনুভব করে ঈমান আনে। আমিন।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ