মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


করোনার বিস্তার ঠেকাতে বন্দীদের ক্ষমা করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বন্দী অপরাধীদের বিশেষ ক্ষমা প্রদান করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস।

রাষ্ট্রপতির মুখপাত্র 'নাবিল আবু রদাইনাহ' এক বিবৃতিতে বলেন, 'করোনার বিস্তার বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকায়, বন্দী অপরাধীদের মধ্যে যারা নিজেদের ফৌজদারি মামলা ও অপরাধের অর্ধেক সাজা ভোগ করেছে, রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস তাদেরকে বিশেষ ক্ষমা প্রদান করেছেন।

তবে এ বিবৃতিতে সাধারণ ক্ষমাপ্রাপ্ত বন্দীদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ প্রদান করা হয়নি। খবর আনাদুলু এজেন্সির।

এছাড়াও করোনার বিস্তারকে সীমাবদ্ধ করার প্রয়াসে দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি সরকার জরুরি অবস্থা ঘোষণা করে। পাশাপাশি পাঠদান স্থগিত, অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ এবং প্রদেশগুলির মধ্যে চলাচল প্রতিরোধসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।

উল্লেখ্য, এ পর্যন্ত মোট ৫৯ জন ফিলিস্তিনি করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে। যাদের মধ্যে দুই জন গাজা উপত্যকার অধিবাসী।

আনাদুলু এজেন্সি অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ