মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


স্বাস্থ্যকর্মীদের কাছে আমি ঋণী: বরিস জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ছাড়া পাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রথমেই ডাক্তারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন।

সেন্ট থমাস হাসপাতালের ডাক্তার ও নার্সদের সম্পর্কে তিনি বলেন, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমার জীবনের জন্যে আমি তাদের কাছে ঋণী।’ খবর ডেইলি মেইলের।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা বরিস জনসন তার কাছের মানুষদের কাছে এমন অভিমত জানালেন।

অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়। অবস্থার উন্নতি হওয়ায় গত বৃহস্পতিবার বরিস জনসনকে আইসিইউ থেকে বের করে আনা হয়।

শনিবারও যুক্তরাজ্যে করোনা ভাইরাসে রেকর্ড ৯১৭ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে যুক্তরাজ্যে এ পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৮৭৫ জন। আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৯৯১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ