আবদুল্লাহ তামিম।।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, রাহবারে আলেমে দীন, পীরে কামেল আল্লামা শাহ্ আহমদ শফী উন্নত চিকিৎসায় ঢাকা আসতে পারেন আগামীকাল মঙ্গলবার।
রাজধানী ঢাকার শাহজানপুর জামিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরী, জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম, বেফাকের যুগ্ম মহাসচিব, মুফতি নুরুল আমিনের বরাতে জানান, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী কে ঢাকায় আনতে হেলিকপ্টার ঠিক করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা আসবেন তিনি।
এর আগে, স্যোশাল মিডিয়ায় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর মৃত্যুর গুজব ছড়িয়ে গেলে হজরতের ছেলে মাওলানা আনাস মাদানী এক ভিডিও বার্তায় দেশবাসীকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমার আব্বাজান আগের চেয়ে ভালো আছেন। তার আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার চিন্তা করা হচ্ছে। আজ সোমবার দুপুর থেকেই গুজব ছড়িয়ে পড়ে যে আল্লামা শফী মারা গেছেন।
গত শনিবার (১১ এপ্রিল) বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি চট্টগ্রামে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। প্রায় ১০৩ বছরের বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।
-এটি